কক্সবাজারে চালের দোকানে টিসিবির পণ্য, র‌্যাবের অভিযান

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৪, ২০:১২| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২০:১৩
অ- অ+

কক্সবাজার শহরে সাগর ট্রেডার্স নামের একটি চালের দোকানে মজুত করা হয় টিসিবির বিপুল পরিমাণ পণ্য। সেখানে থেকে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছিল তেল ও ডাল।

বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের রুমালিয়ারছড়া এলাকায় র‌্যাব-১৫ এর একটি টিম সাগর ট্রেডার্সে অভিযান চালায়। সেখানে ৪ হাজার ৭১৬ লিটার তেল ও ৪ হাজার ৭১৬ কেজি ডাল পাওয়া যায়। মেসার্স ঝর্ণা স্টোরের মালিক রাইটন পাল পণ্যগুলো সেখানে মজুত করেন। পাশের আরেকটি ভবনের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ১৯ কার্টন তেল। র্যাব আসার আগে ওই ফ্ল্যাট থেকে ১১ কার্টন তেল বিক্রি করে দেওয়া হয়। অভিযানে সাগর ট্রেডার্সের ম্যানেজার অরুণ মিত্রকে আটক করা হয়।

তবে রাইটন পাল নিজেকে কক্সবাজার পৌরসভার টিসিবির ডিলার দাবি করেন। যদিওবা জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী তিনি সদর উপজেলার ডিলার। তার গুদাম শহরের হলিডের মোড় এলাকায়। তাই সাগর ট্রেডার্সে তার অধীন টিসিবির পণ্য মজুত নিয়ে জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয়।

রাইটন পাল জানান, 'পণ্যগুলো বুধবার খুরুশকুল ইউনিয়নে ২ হাজার ৩৫৮ জন উপকারভোগীদের মাঝে বিতরণের কথা ছিল। তবে চালের দোকানে কেনো এসব পণ্য মজুত করা হয়েছে এমন প্রশ্ন করা হলে তিনি সদর উপজেলা প্রশাসন থেকে অনুমতি নেওয়ার যুক্তি দেন।'

র্যাব আসার পর ঘটনাস্থলে আসেন সদর উপজেলার অ্যাসিল্যান্ড আরিফ উল্লাহ নিজামী। তিনি বলেন, 'নির্দিষ্ট গুদামে না রেখে পণ্যগুলো এখানে কেন রাখা হলো তা খতিয়ে দেখা হচ্ছে। ডিলারের কোনো অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

এ প্রসঙ্গে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, 'পণ্যগুলো বিতরণের জন্য সেখানে মজুদ করা হয় বলে জানান ডিলার। অন্য স্থান থেকে টিসিবির তেল বিক্রির অভিযোগও উঠেছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। টিসিবির পণ্য নিয়ে অনিয়ম ছাড় দেওয়া হবে না।'

জানা যায়, সাগর ট্রেডার্স একটি বিতর্কিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মালিক সাগরের বিরুদ্ধে এর আগে সরকারি গুদামের চাল নিয়ে চালবাজির অহরহ অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় সাগরের গুদাম থেকে সরকারি গুদামের চালও জব্দ করা হয়। এবার তার প্রতিষ্ঠানেই মিললো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এসব পণ্য।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা