পাউবোর জায়গায় ঘর নির্মাণ, ভাড়া আদায়ের অভিযোগ কর্মচারীর বিরুদ্ধে

​​​​​​​ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৯| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৬
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। এসব স্থাপনা থেকে প্রতিমাসে ভাড়া উত্তোলন করাসহ নতুন করে দোকান বরাদ্দ দিচ্ছেন মো. কাদের ওরফে রিপন নামে জেলা পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারী। তিনি ভূঞাপুর ও গোপালপুর উপজেলার সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন।

সরেজমিনে ভূঞাপুর পৌরসভা সংলগ্ন লৌহজং নদীর স্লুইসগেট এলাকায় কমপক্ষে ৮-১০টি দোকান গড়ে তুলতে দেখা গেছে। এর মধ্যে ফার্নিচারের দোকান, মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকান ও স্যানেটারি তৈরির কারখানাসহ দুটি চায়ের দোকান রয়েছে। কর্মচারী কাদের স্লুইসগেটের পাশে সম্প্রতি আরও একটি নতুন করে টিনের দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ করে সিকিউরিটি নিয়ে ভাড়া দিয়েছেন রিপন।

ফার্নিচার ব্যবসায়ী আমান আলী বলেন, ‘তিন বছর আগে কাদেরকে সিকিউরিটির টাকা দেওয়ার পর তিনি টিনের একটি ঘর নির্মাণ করে দেন। পরে সেখানে ফার্নিচারের আসবাবপত্র বিক্রি করে আসছি। প্রতিমাসে ১৫শ টাকা ভাড়া প্রদান করেন বলে জানান তিনি।’

চায়ের দোকানদার ফারুকের স্ত্রী বলেন, ‘৮০ হাজার টাকা সিকিউরিটি দিয়ে ঘরটি ভাড়া নেওয়া হয়েছে। ভাড়া হিসেবে প্রতিমাসে ১২শ টাকা দিতে হয় বলে জানান তিনি।

সুপারভাইজার পরিচয়দানকারী কার্যসহকারী মো. কাদের ওরফে রিপন বলেন, ‘এরআগে এখানে যে দায়িত্বে ছিলেন তিনিও এসব দোকান থেকে ভাড়া আদায় করতো। আমি দায়িত্বে আসার পর থেকে ভাড়া উত্তোলন করে আসছি। তবে, কোনো সিকিউরিটি নেওয়া হয়নি।’

টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কোনো স্থাপনা করে ভাড়া দেওয়ার নিয়ম নেই। কোনো ব্যক্তি এমন কাজ করলে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে 
মাদারীপুরে উচ্চ শব্দে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০
সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ
রংপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা