যশোরে ৪০০ কোটি টাকা ফুল বিক্রির টার্গেট 

আব্দার রহমান, যশোর
 | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২১

যশোরের ঝিকরগাছায় ‘ফুলের রাজধানী’খ্যাত গদখালিতে এবার ৪০০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট করা হয়েছে। ফুল উৎসব ঘিরেই এমন আশার কথা বলেছেন ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। এ বিষয়ে তিনি বলেন, এ বছর উপজেলার ৬৩০ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। এরমধ্যে গোলাপের চাষ সব থেকে বেশি। প্রায় ১৫০ থেকে ২০০ হেক্টর জমিতে নানা রঙের গোলাপের চাষ হয়েছে।

এরআগে গত বুধবার বিকালে ফুল উৎসব উদ্বোধন করা হয়। উপজেলার পানিসারা ফুল মোড়ে ফিতা কেটে, বেলুন উড়িয়ে এ ফুল উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। এ সময় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার খুলনা বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছা অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইঁয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, গদখালি পানিসারার মাটি অনেক মূল্যবান। এ মাটিতে যা ফলে তা অন্য কোথাও ফলে না। এখানে আমরা গত বছরের ন্যায় এবছর দ্বিতিয়বারের মতো ফুল উৎসবের আয়োজন করেছি। গতবার আমরা তিনদিনের মেলা করেছিলাম এবার চারদিন করেছি। আগামীতে সাতদিন বা তার বেশি দিন মেলা করার চেষ্টা করবো। আমরা এই ফুল সেক্টরকে সারাদেশ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। এখানে যাতে একটি পর্যটনের পরিবেশ তৈরি করা যায় সেজন্য জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, সারাদেশ এবং বিশ্বের কাছে এই ফুল সেক্টরকে তুলে ধরতে আমাদের এই ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। কৃষকরা যাতে ভালো দাম পায় এবং এই ফুল কিভাবে বিদেশে রপ্তানি করা যে সে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। সারাবছরের মধ্যে এই শীত মৌসুমকে ঘিরে বড় ধরনের বাজার ধরার চেষ্টা করে কৃষকরা। তারই ধারাবাহিকতায় ফুল উৎসবকে ঘিরে এই গদখালি থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকার বেচাকেনা হবে বলে আমরা ধারণা করছি।

গদখালির পানিসারা গ্রামের ফুলচাষি ইসমাইল হোসেন বলেন, ফুল উৎসব মানে আমাদের উৎসব এবং গোটা যশোরবাসীর উৎসব। এই উৎসবকে ঘিরে আমরা ভালো বেচাকেনার আশা করছি। আজ থেকে মেলায় ফুল তুলে বিক্রির পালা। প্রতিবছর সরকারের কাছে আমাদের একটাই দাবি থাকে, সেটি হলো প্লাস্টিকের ফুলের ব্যবহার এবং আমদানি বন্ধ করা। এবছরও আমাদের একই দাবি রয়েছে।

ফুলচাষি মঞ্জুরুল ইসলাম বলেন, মেলায় আমাদের দোকান রয়েছে। ভোরে ফুল তুলে দোকান সাজিয়েছি। অনেক দূর থেকে দর্শনার্থীরা আসছে, ফুল কিনছে, ভালো বেচাকেনা হচ্ছে। গতবছরও আমাদের ভালো বেচাকেনা হয়েছিল।

যশোর শহর থেকে পরিবার নিয়ে ফুলের মেলায় এসেছেন মামুন হোসেন। তিনি বলেন, গতবারও ফুল উৎসবে এসেছিলাম, এবছরও এসেছি। এই ফুল উৎসব যশোরবাসীর জন্য আরেকটি উৎসবে পরিণত হয়েছে। সবাই আসছে, ঘুরেফিরে আনন্দ করছে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল বলেন, ফুল উৎসব ঘিরে আমাদের সব প্রস্তুতি নিয়েছি। ফুল উৎসব শুরু হয়েছে। আইনশৃঙ্খলাসহ নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ফুল উৎসবকে ঘিরে দূরদূরান্তের দর্শনার্থীদের আগমন ঘটবে এবং ফুলচাষিদের বেচাকেনাও ভালো হবে। যশোরের ঐতিহ্য এবং এই ফুলের রাজধানীকে সবার সামনে এ ফুল উৎসবের মাধ্যমে তুলে ধরা আমাদের মূল লক্ষ্য।

(ঢাকাটাইমস/২ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :