ফরিদপুরে হা-মীম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৭
অ- অ+

ফরিদপুরে হা-মীম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বীক্রম।

শনিবার ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের পশরা গ্রামে গার্মেন্ট কর্মীদের জন্য প্রশিক্ষণ প্রদান শেষে দক্ষ জনশক্তি তৈরিতে এ প্রশিক্ষণ সেন্টার উদ্বোধন করা হলো।

হা-মীম গ্রুপের চোয়ারম্যান মোতালেব হোসেনের উদ্যোগে স্বল্প শিক্ষিত ও উচ্চ শিক্ষিত নারী ও পুরুষদের এখানে প্রশিক্ষন প্রদান করে দেশের বিভিন্ন গার্মেন্টসে চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে হা-মীম ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর তিনিসহ সকল অতিথি প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন।

পরে সেখানে হা-মীম গ্রুপের চোয়ারম্যান মোতালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বীক্রম।

বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের এম.পি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ। এ সময় অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত দেব নাথ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, হা-মীম গ্রুপের নির্বাহী পরিচালক জালাল আহমেদ।

সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বীক্রম তার বক্তব্যে বলেন, শত প্রতিকূলতা মোকাবেল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গত সংসদ নির্বাচন এটা প্রধানমন্ত্রীর চ্যালেন্জ ছিল। দেশি-বিদেশি চক্রান্তকারীরা যড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ ফরিদপুরের নির্বাচন। ফরিদপুরের জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি তৈরি করছে। ফরিদপুরের এই গ্রামে হা-মীম গ্রুপের ট্রেনিং সেন্টার থেকে দক্ষ জনশক্তি দেশে ও বিদেশে কাজ করে দেশকে উন্নত করছে। ফরিদপুরের সদর আসনের এমপি তার রাজনৈকিত প্রতিশ্রুতি রাখার প্রবণতা দেশকে উন্নত রাখার প্রধান হাতিয়ার। তিনি দেশের সকল রাজনীতিবিদের তাদের অঙ্গিকার রাখার জন্য অনুরোধ করেন। এতে সরকারের কাজ সহজ হবে দেশের জনগণের হৃদয় জয় করতে পারবে।

ফরিদপুর-৩ আসনের এম.পি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ বলেন, আমার নির্বাচনের প্রতিশ্রুতি পূরণে দক্ষ জনশক্তি তৈরিতে গেরদার পশরা গ্রামে ট্রেনিং সেন্টার চালু করেছি। এখান থেকে প্রশিক্ষণ শেষে চাকরি দিয়ে তাদের গার্মেন্টসে পাঠানো হবে। এখানে বিনা মূল্যে ট্রেনিং করানো হবে। হা-মীম গ্রুপ, শারমিন গ্রুপসহ দেশের বিভিন্ন গার্মেন্টসে চাকরি দেওয়া হবে। সেই সাথে টেকনিক্যাল ও ড্রাইভিং প্রশিক্ষন দিয়ে এসকল প্রতিষ্ঠানে চাকরী দেওয়া হবে।

এ সময় অন্যান্য অতিথিসহ আরও উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন, হা-মীম গ্রুপ পরিচালক বেলাল হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবক মো. সোয়েবুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পল্লী কবি কন্যা আসমা জসীম উদ্দীন তৌফিক, এ এফ মুজিবর রহমান প্রতিনিধি লোনা টি রহমান, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, সদস্য শহিদুল ইসলাম নিরু, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম খন্দকার লেভী, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, কানাইপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি 
অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মত নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী 
হবিগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়
চট্টগ্রামে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম ইকবাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা