নিয়ামতপুরে মাদকসহ কারবারি গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেলে করে মাদক বহনকালে শামীম (৩৩) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শামীম উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শামিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলে থাকা ২ কেজি গাঁজা, ২ বোতল ফেনসিডিল ও বাড়ির ভেতরে থাকা ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/০৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন