গাইবান্ধায় ট্রাকচাপায় কিশোরের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৯| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫১
অ- অ+

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাকের চাপায় মাহমুদ হাসান (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে পলাশবাড়ী পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে সরকার তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদ হাসান পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাহমুদ মায়ের সঙ্গে রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে মায়ের অজান্তে রাস্তা দৌড়ে পার হওয়ার সময় অপর দিক থেকে আসা মন্ডল এন্টারপ্রাইজ নামে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মাহমুদ নিহত হয়।

এ ঘটনায় ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। এসময় গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ও চালককে আটক করে পুলিশি হেফাজতে নেয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মাদ সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ার প্রবীণ আলেমে দ্বীন হাফেজ মাওলানা রুহুল আমিন আর নেই
ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৯ মার্চের টিকিট
গ্রেনেড হামলা মামলা: তারেক রহমানসহ সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ভ্যানের সংঘর্ষে নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা