জেল থেকে মুক্ত হয়ে সিঙ্গাপুরে, মুক্তির দাবিতে পোস্টার!

জাহিদ বিপ্লব, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৭ | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৪

সরকার পতনের একদফা দাবিতে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বিএনপির অসংখ্য নেতাকর্মীইতোমধ্যে মুক্তিও পেয়েছেন অনেক নেতা। মুক্ত হয়ে অনেকে দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন, আবার অনেকে মুক্তি পেলেও জানেন না তার রাজনৈতিক সহকর্মীরাআবার অনেকে গুরুত্বপূর্ণ পদে থেকেও মুক্তির পর যোগাযোগ করছেন না নেতাকর্মীদের সঙ্গে

চলতি সপ্তাহে দলটির সিনিয়র নেতাদের মুক্তি দাবি জানিয়ে একটি পোস্টার বের করে বিএনপিএতে এমন এক নেতারও মুক্তি চাওয়া হয়েছে যিনি কি না নির্বাচনের আগেই মুক্তি পেয়েছেনমুক্তি পেয়ে সেই নেতা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যানসেখান থেকে মালয়েশিয়া হয়ে গত সপ্তাহে ঢাকায় ফিরেনবিএনপির এই নেতাকে গত বছরের ৩ আগস্ট যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ

এদিকে, এই পোস্টারের বিষয়ে ঢাকা মহানগর বিএনপি অফিস জানায়, নেতাদের মুক্তির দাবিতে এই পোস্টারগুলো সোমবার দেওয়া হয় থানা ও ওয়ার্ড পর্যায়ে বিলি করার জন্যইতোমধ্যে তারা সিংহভাগ থানায় এই পোস্টার পাঠিয়েছেপোস্টারে নির্বাচনের আগে মুক্তি পাওয়া নেতার ছবি দিয়ে মুক্তি দাবির বিষয় জানতে চাইলে মহানগরের দায়িত্বশীল নেতারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি

এদিকে, মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ২৮ জানুয়ারি মুক্তি পেলেও তার মুক্তির বিষয়ে কিছুই জানেন না বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন একাধিক নেতাতারা বলেন, তিনি মুক্তি পেয়েছেন তা গণমাধ্যমের মাধ্যমে জেনেছিকিন্তু উনি এখনও মহানগর বিএনপির কারও সাথে যোগাযোগ করেননিপার্টি অফিসেও আসেননি

পোস্টারে মুক্তি পাওয়া নেতার ছবি প্রসঙ্গে বিএনপির দপ্তরে দায়িত্বপ্রাপ্ত একাধিক নেতার কাছে জানতে চাইলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

প্রকাশ্যে ভোট: ইসিতে ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এমপি হাফিজ

সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করার চাহিদা বেশি: নজরুল ইসলাম খান

‘ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল 

বাংলাদেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোল‌নের বিকল্প নেই: দুদু

রিজার্ভ আর অবৈধ সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি

ফারাক্কা দিবসের অঙ্গীকার- যৌথ নদী রক্ষায় সোচ্চার হোন: বাংলাদেশ ন্যাপ

অসুস্থ তাঁতীদল নেতা রেজাউল করিমকে দেখতে গেলেন কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি

জাপাকে বিক্রি করে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা হয়েছে: কাজী মামুন

আ.লীগই ষড়যন্ত্র করে: সালাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :