এবার সন্তান আগমনের খবর দিলেন রিচা-আলি দম্পতি

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০১
অ- অ+

দুই দিন আগেই সন্তান আসার খবর দিয়েছেন ইয়ামি গোতম এবং তার স্বামী ও পরিচালক আদিত্য ধর। এবার বলিউডে আসতে চলেছে আরেক নয়া সদস্য। নিজেদের প্রেগনেন্সির খবর সোশ্যাল নিডিয়াতে পোস্ট করলেন অভিনেতা আলি জাফার এবং রিচা চাড্ডা।

দীর্ঘদিন ডেট করার পর লকডাউনের সময় আইনিভাবে বিয়ে সেরেছিলেন এই দম্পতি। তবে গত বছর পরিবার এবং বন্ধুদের সঙ্গে নিয়ে সামাজিক বিয়েও সেরেছেন রিচা এবং আলি। সম্প্রতি রিচা এবং আলি একটি ছবি পোস্ট করেছেন যাতে লেখা ১+১=৩।

রিচার সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন আলি। তিনি লিখেছেন, ‘একটি ক্ষুদ্র হৃদস্পন্দন আমাদের বিশ্বের সবচেয়ে উচ্চ শব্দ’।

২০১২ সালে ‘ফুকুরে’ সিনেমার সেটে রিচা ও আলির প্রথম দেখা হয়। সেখান থেকেই প্রেম। এই বিচ্ছেদের সময়েও তাদের প্রেমকাহিনী সবাইকে মুগ্ধ করেছে।

বিবাহ বার্ষিকীতে ‘ReAlity’ লিখে তাদের বিয়ের একটি ভিডিও-ও পোস্ট করেছিল। তারা দুজনেই নিজেদের কর্মজীবনে খুবই সফল। পরবর্তীতে রিচা চাড্ডাকে সঞ্জয় লীলা বানসালির ‘হিরামান্ডি’ সিনেমায় দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আলিকে দেখা যাবে ‘মিরজাপুর ৩’-তে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ভারত-পাকিস্তানের সামরিক হামলার নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের
সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ
ছদ্মবেশে শেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, অনিয়মের প্রমাণ সংগ্রহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা