ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তিতে যাত্রীরা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৫
অ- অ+

আজ ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এর আগে গত রাত ২টায় কাঁচপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এরপর থেকেই চট্টগ্রামমুখী লেনে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে বন্দরের মদনপুর অংশে সাড়ে ৬ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

তবে আজ শুক্রবার সকাল সোয়া ৯টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত বর্তমানে শিমরাইল মোড়ে তীব্র যানজট না থাকলেও কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত গাড়ির অনেক চাপ রয়েছে। এর ফলে এই অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরেজমিনে গিয়ে তীব্র যানজটের চিত্র লক্ষ্য করা যায়।

আব্দুল মালেক নামের এক যাত্রী বলেন, এক জরুরি কাজে কুমিল্লা যাওয়ার উদ্দেশে সকালে বের হয়েছিলাম। কিন্তু যানজটের কারণে শিমরাইল মোড় থেকে অনেক কষ্টে কাঁচপুর যেতে পারলেও এখন আর সামনে যেতে পারছি না। কখন নাগাদ যে এই যানজট পার হবো কিজানি।

রহমান আলী নামের আরেক মোটরসাইকেল চালক বলেন, ভ্রমণের উদ্দেশে চট্টগ্রামে যাবো বলে বের হয়েছিলাম। কিন্তু এখনো মদনপুরের জ্যামে আটকে আছি। এর আগে অনেক কষ্টে শিমরাইল থেকে এখানে আসি। বাকি পথ স্বাচ্ছন্দে যেতে পারলেই খুশি।

কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেন, গতকাল রাতে একটি সড়ক দুর্ঘটনার পর এই যানজটের সৃষ্টি হয়। তবে রাত থেকেই আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। বর্তমানে শিমরাইল মোড়ে তেমন যানজট নেই। কাঁচপুরের দিকে গাড়ির কিছুটা চাপ রয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, সকাল থেকে গাড়ির চাপ থাকলেও তীব্র কোনো যানজট নেই। রাস্তা ক্লিয়ার রয়েছে। আমরা মহাসড়কে নিয়োজিত রয়েছি।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মুখপাত্র
গণহত্যা দিবসে জাতীয় পর্যায়ে পালন হবে যেসব কর্মসূচি
আজ জাতীয় গণহত্যা দিবস, কী ঘটেছিল একাত্তরের সেই কালরাতে
অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনা নিয়ে এগিয়ে যেতে চায়: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা