টাঙ্গাইলে তিন ঘণ্টায় সড়কে ঝরলো চার প্রাণ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০০
অ- অ+

টাঙ্গাইলে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে জেলার গোপালপুরে বেলা ১১টার দিকে মধুপুরে এসব দুর্ঘটনা ঘটে। উভয় ঘটনায় মা-ছেলেসহ ৪জন নিহত হয়েছে।

জানা যায়, শনিবার সকাল ৮টার সময় গোপালপুর উপজেলার ঝাওয়াইল এলাকায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) তার ছেলে শাকিব মিয়া (১৯)

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। ঘটনার পর বাসটি জব্দ করা গেলেও চালক হেলপার পালিয়ে গেছে।

একইদিন বেলা ১১টায় মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ি নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার বোয়ালী গ্রামের সিহাব মিয়ার ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) এবং ময়মনসিংহের খাগডহর গ্রামের হায়দার আলীর ছেলে তানভীর (২৫)

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান জানান, বনি আমিন তানভীর মোটরসাইকেলযোগে ধনবাড়ী থেকে মধুপুর যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেলের তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বনি আমিন তানভীরকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ১৪
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা