ক্যানসারের ঝুঁকি বাড়ছে শিশুদেরও! যেসব লক্ষণ দেখলেই সতর্কতা জরুরি

ফিচার ও স্বাস্থ্য ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৯
অ- অ+

অনিয়ন্ত্রিত কোষ বিভাজন সংক্রান্ত রোগসমূহের সমষ্টি হলো ক্যানসার। এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। কারণ প্রাথমিক অবস্থায় ক্যানসার সহজে ধরা পড়ে না। ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোনো চিকিৎসাও তেমন কাজে লাগে না।

আশঙ্কার কথা হলো- বড়দের পাশাপাশি শিশুরাও ক্যানসারে আক্রান্ত হতে পারে। শিশুদের মধ্যে বেশ কয়েকটি ক্যানসারের আশঙ্কা আগের তুলনায় অনেকটা বেড়েছে। এর মধ্যে অন্যতম হলো রক্তের ক্যানসার বা লিউকোমিয়া।

হঠাৎ হঠাৎ জ্বর, সর্দি, কাশির মতো লক্ষণ দেখা দিলে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি। কারণ শিশুদের ক্যানসারের মধ্যে এই লক্ষণগুলোও রয়েছে। এছাড়া বারবার ভাইরাল সংক্রমণে কাবু হয়ে পড়াও শিশুর জন্য মোটেই ভালো নয়।

বিশেষজ্ঞদের কথায়, শিশুদের ক্যানসার বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা করে সারিয়ে তোলা সম্ভব। তবে সেক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় করা জরুরি। বেশিরভাগ শিশুরোগ বিশেষজ্ঞের কাছেই শিশুদের ক্যানসার চিনতে পারা একটি চ্যালেঞ্জ।

সাধারণ জ্বর সর্দি কাশির মতো কিছু লক্ষণ দেখে বেশিরভাগ সময় চিকিৎসা করা হয় বলেই এমনটা হয়। এর ফলে রোগের আসল চরিত্র বুঝতেই অনেকটা সময় লেগে যায়। মাঝে মাঝেই দেখা যায়, আসল রোগ বুঝে চিকিৎসা শুরু করতে ৬ থেকে ৮ সপ্তাহ দেরি হয়ে গেছে।

শুধু তাই নয়, চার-পাঁচজন চিকিৎসকের কাছে ঘুরে শেষ পর্যন্ত শিশু ক্যানসার বিশেষজ্ঞদের কাছে যান বেশিরভাগ অভিভাবক। এর ফলে‌ মূল চিকিৎসা শুরু করতে অনেকটাই দেরি হয়ে যায়। বেড়ে যায় রোগের জটিলতা। তখন চিকিৎসাও জটিল হয়ে পড়ে।

শিশু ক্যানসার বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের ক্যানসার ঠিক সময়ে চিকিৎসা করালে ৮৫ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রেই সেরে যায়। তাই কিছু লক্ষণ দেখলে গোড়াতেই সতর্ক হওয়া জরুরি অভিভাবকদের। চলুন জেনে আসি সেসব লক্ষণ সম্পর্কে-

১। দুই সপ্তাহ অন্তর মাঝে মাঝেই জ্বর, সর্দি, কাশি। সাধারণ চিকিৎসায় সেরে না ওঠা।

২। মুখ শুকিয়ে যাওয়া, প্রচন্ড ক্লান্ত অনুভব করা। রক্তে হিমোগ্লোবিন কমে গেলে এই লক্ষণ দেখা দেয়।

৩। নাক বা মাড়ি থেকে রক্ত বের হওয়া, যা প্লেটিলেট কমে গেলে হওয়ার আশঙ্কা বেশি।

৪। শরীর ফুলে যাওয়া। নানা অঙ্গে ব্যথা হতে থাকা।

৫। পায়ে ব্যথা ও ফুলে যাওয়া।

৬। সকালে ঘুম থেকে উঠলেই মাথা ঝিমঝিম, মাথাব্যথার লক্ষণ দেখা দেওয়া।

৭। হঠাৎ করেই চোখ ঝাপসা হয়ে যাওয়া।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা