শিল্পী জাহান আফরোজ রুবার চিত্র প্রদর্শনী ১ মার্চ

মার্কিন প্রবাসী চিত্রশিল্পী জাহান আফরোজ রুবার একক চিত্র প্রদর্শনী আগামী ১ মার্চ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার তিন নম্বর গ্যালারিতে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী সৈয়দ আবুল বারক আলভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ফখরুল আলম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ, শিল্পী রোকেয়া সুলতানা, শিল্পী জাহিদ মুস্তাফা প্রমুখ।
পেইন্টিং, কুইল্ট এবং মৃৎশিল্প দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। জাহান আফরোজ রুবা একজন বহুমাত্রিক শিল্পী। শিল্পে সৌন্দর্য এবং আবেগ সৃষ্টি করাই তার উদ্দেশ্য। সৃজনশীল নান্দনিকতার অনুশীলনের মাধ্যমে দর্শকের সঙ্গে এক গভীর যোগসূত্র তৈরি করতে পছন্দ করেন তিনি। তার কুইল্ট এবং পটারিগুলো প্রদর্শনীর অন্যতম চর্চার বিষয় হয়ে উঠবে। প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। চলবে ৭ মার্চ পর্যন্ত, বেলা ১১টা থেকে রাত ৮টা।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এআর)

মন্তব্য করুন