নাটোরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

নাটোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৮
অ- অ+

নাটোরে বাস ও মাছবাহী ট্রাকের সংঘর্ষ ট্রাকের চালক হাসিবুল ইসলাম শাকিল নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুল ইসলাম শাকিল যশোর জেলার কোতোয়ালি থানার কুসুমদিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

আহতরা হলেন- যশোর জেলার কোতোয়ালি থানার কুসুমদিয়া গ্রামের দিলীপ বিশ্বাসের ছেলে তরুণ বিশ্বাস (২৬), একই এলাকার বাবু ও রনি।

এলাকাবাসী এবং পুলিশ জানায়, বগুড়াগামী ট্রাকটির সঙ্গে নাটোরগামী গোল্ডেন লাইন নামক যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাকের চালক হাসিবুল ইসলাম শাকিলের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদের মধ্যে আহত তরুণ বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৩৪ আইনজীবী নিয়োগ
অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা