দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে কুবিতে জাতীয় বিজ্ঞান উৎসব

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সংগঠন সায়েন্স ক্লাবের উদ্যোগে জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৪ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এ মেলার উদ্বোধন করেন।
এবারের বিজ্ঞান মেলায় কুমিল্লাসহ আশপাশের স্কুল, কলেজ ও অন্যান্য ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। প্রায় ১৭০০ জন এতে রেজিস্ট্রেশন করেছেন। তাদের উদ্ভাবনের ও মডেলগুলো প্রদর্শনের জন্য স্টল রাখা হয়েছে ৭৬টি।
বিজ্ঞান উৎসবের প্রজেক্ট প্রদর্শনকারী কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী নাজমুস সাদ আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় এরকম একটা বড় সায়েন্স ফেস্টের আয়োজন করেছে। প্রায় ১৭০০ অংশগ্রহণকারী এইটাতে অংশগ্রহণ করেছে। সায়েন্স নিয়ে এরকম কার্যক্রম কুমিল্লাতে অনেক কম হয়। এইটা থেকে স্টুডেন্টরা তাদের জ্ঞানকে প্র্যাক্টিকালি ইমপ্লিমেন্ট করার সুযোগ পাচ্ছে। পাশাপাশি তারা রোবটিক্সসহ আরও অনেক আইডিয়া নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে তাদের ব্রেইন ডেভেলপ হচ্ছে।
কুবি সায়েন্স ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান বলেন, এই বিজ্ঞান মেলাকে ঘিরে কুবিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আজ। বিভিন্ন ইভেন্টে এখনো কার্যক্রম চলছে। বিকেলে কায়কোবাদ স্যার শিক্ষার্থীদের সাথে একটি সেশন করবেন। এবারের প্রধান উদ্দেশ্য হলো কুবির আশপাশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেগুলোর সাথে যেনো সমঝোতার সাথে ভালোভাবে কাজ করতে পারি। পাশাপাশি স্মার্ট বাংলাদেশের জন্য বিজ্ঞানকে ভিত্তি হিসেবে ধরে তা ছড়িয়ে দেওয়াই কুবি সায়েন্স ক্লাবের এই উদ্যোগ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমি দেখে খুবই আনন্দিত। এখানে প্রায় ১৭০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। কুমিল্লা এবং কুমিল্লার পার্শ্ববর্তী জেলা থেকে বিভিন্ন স্কুল এসেছে, তিনটি বিশ্ববিদ্যালয় এসেছে। এখানে অলিম্পিয়াড হচ্ছে, সায়েন্স প্রজেক্ট হচ্ছে। এগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েকটি কাজ করে। প্রথমত, বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি। দ্বিতীয়ত, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে বাইরের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের যোগাযোগ বৃদ্ধি। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের যে একটা নিজস্বতা আছে, বিজ্ঞান শিক্ষায় বিশ্ববিদ্যালয় যে সমৃদ্ধ সেটারও একটা প্রমাণ দিচ্ছে। সুতরাং এসব দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট।
এইদিন একই সাথে প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড, ফটোগ্রাফি কন্টেস্ট, সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী, রুবিক কিউব শো’সহ অনেক কার্যক্রমের আয়োজন আছে।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন