যে কারণে আমের মুকুল আসতে দেরি হচ্ছে

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪১

চলতি মৌসুমে শীতের প্রকোপ থাকায় প্রভাব পড়েছে আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহার উপজেলার আম বাগানগুলোতে। দেরি হচ্ছে গাছে মুকুল আসতে।

সরেজমিন উপজেলার কিছু আম বাগান ঘুরে এ চিত্র দেখা গেছে। কিছু কিছু গাছে সামান্য মুকুল দেখা গেলেও অধিকাংশ বাগানে এখনো মুকুলের দেখা নেই। ফলে চিন্তিত হয়ে পড়েছেন এ উপজেলার আমচারিা। তবে অনেক কৃষক উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে পরামর্শ নিচ্ছেন এবং সে মোতাবেক গাছের পরিচর্যা করতে দেখা গেছে।

রবিবার বেলা ১১টায় এমন তথ্যই জানিয়েছেন সাপাহার উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মনিরুজ্জামান টকি।

তিনি ঢাকা টাইমসকে জানান, এবার এই উপজেলায় ৯ হাজার ২৭০ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে, প্রতি বছর এ উপজেলায় আম বাগান বৃদ্ধি হচ্ছে, এখন পর্যন্ত প্রায় ১০ভাগ আম গাছে মুকুল এসেছে এবং খুব শীঘ্রই বাকী গাছগুলোতে মুকুল আসবে।

তিনি আরও জানান, জানুয়ারি মাসের প্রথম দিক থেকে মাঝামাঝি সময়ে বাগানে মুকুল আসার সময় হলেও শীতের প্রকোপ থাকায় আমের মূকুল আসতে বিলম্ব হচ্ছে। তবে শীত কমে গেলে স্বাভাবিকভাবেই আম গাছে মুকুল আসবে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :