বরিশালে বাসচাপায় প্রাণ গেল ভিক্ষুকের

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৮| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭
অ- অ+

বরিশালে দ্রুতগতির যাত্রীবাহী বাসচাপায় ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ উপজেলার চন্দ্রহার এলাকার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা।

ঘটনাস্থল পরিদর্শনকারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, দুপুরে ওই বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি না থামিয়ে চালক দ্রুত বরিশালের দিকে চলে যায়। তাই বাস চালককে আটক করা সম্ভব হয়নি। তাছাড়া দুর্ঘটনাস্থল নির্জন এলাকায় হওয়ায় লোকজনও ছিলো কম। এ কারণে ঘাতক বাসকে প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। ঘাতক বাসের চালককে আটকে আমাদের অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/২৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
হত্যা মামলায় সাতক্ষীরার দৈনিক সাতনদীর সম্পাদক কারাগারে
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারাদেশে আন্দোলন: রাশেদ খাঁন 
ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের সংহতি ও বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা