ভৈরবে মেঘনায় ভাসমান মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ভৈরবের মেঘনায় ভাসমান অজ্ঞাত (৬৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের কালিপুর পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার বিকালে শহরের কালিপুর পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ থানায় নিয়ে যায়।
কালিপুর গ্রামের বাসিন্দা সুমন মিয়া বলেন, বাচ্চারা নদীর পাশে ভিড় করছে সেটি দেখে দৌড়ে এসে জিজ্ঞাসা করলাম এখানে এত মানুষ কেন? তারা বলে নদীতে একজন লোকের মরদেহ পানিতে ভাসছে। কিন্তু তাদের কথা শুনে বিশ্বাস হয়নি পরে একজনকে পানিতে নামিয়ে দেখে আসতে বলি। তখন গিয়ে দেখে সত্যিই পানিতে একজন মানুষের মরদেহ নদীতে ভাসছে।
এ বিষয়ে ভৈরব নৌ-পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নদীতে ভাসমান একজনের মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দিলে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। (ঢাকা টাইমস/২৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন