সানারপাড়ে ৪ ব্যবসায়ীর ৩ কোটি টাকা নিয়ে পালিয়েছে প্রতারক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০২| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪০
অ- অ+

নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় চার ব্যবসায়ীর কাছ থেকে তিন কোটি ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পবিত্র রমজান মাস সামনে রেখে বিভিন্ন মালামাল পাইকারি কিনে সরবরাহের কথা বলে এসব টাকা হাতিয়ে নেওয়া হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ মামলা রেকর্ড করেনি।

ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতারিত মো. হারুন অর রশিদ অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত মো. মালেক (৩৮) সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী (সানারপাড়) এলাকার আব্দুর রউফের ছেলে।

অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়ী হারুন অর রশিদ (৫৫), মহিদুল ইসলাম মাসুদ (৩৫), মো. সেলিম মিয়া (৪৫), মো. আনোয়ার হোসেন (৪৫) মুদি মনোহারি পাইকারি ব্যবসা করেন। ব্যবসার সুবাদে মো. মালেকের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠে। মালেক প্রায় সময়ই এই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে মালামাল পাইকারি ক্রয় করে হস্তান্তর করতেন। আসন্ন রমজান উপলক্ষে ভুক্তভোগীদের প্রত্যেকের দোকানের মালামাল কেনার জন্য মালেক গত ১১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে হারুন অর রশিদের কাছ থেকে মোট ১ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা, মো. সেলিম মিয়ার কাছ থেকে মোট নগদ ৭০ লাখ টাকা, মো. মহিদুল ইসলাম মাসুদের কাছ থেকে মোট নগদ ৭২ লাখ টাকা, মো. আনোয়ার হোসেনের কাছ থেকে মোট ৬৫ লাখ টাকাসহ সর্বমোট ৩ কোটি ১৭ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে যায়।

অভিযোগে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি মালামাল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও মালেকের কোনো সন্ধান পাননি ব্যবসায়ীরা। এরপর ভুক্তভোগী হারুন তার মোবাইল ফোনের মাধ্যমে মালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। ব্যবসায়ীরা বিভিন্ন সময় মালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়ে ২৪ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ নম্বর ১৪৭০। কিন্তু পুলিশ অভিযোগ গ্রহণ করলেও মামলা রেকর্ড না করে বাদীকে আদালতে মামলা করার পরামর্শ দিচ্ছে।

এ বিষয়ে অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান ঢাকা টাইমসকে বলেন, এটা একটা প্রতারণা। প্রতারকের মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। আমরা তাকে ধরার চেষ্টা করে যাচ্ছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, এইসব মামলা কোর্টে করা হয়। এগুলো থানায় করা হয় না।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
সড়ক দুর্ঘটনায় সখীপুরের জামায়াত নেতার মৃত্যু
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা