তৈরি হচ্ছে লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক, খুলছে যোগাযোগের নতুন দ্বার

​​​​​​​লংগদু, (রাঙ্গামাটি) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৪

রাঙামাটির লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আলোর মুখ দেখতে যাচ্ছে লংগদু বাঘাইছড়ি উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি।

মঙ্গলবার নানিয়ারচর লংগদু সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন সেনাবাহিনীর লংগদু জোনের উপ অধিনায়ক আহমেদ ফারসাদ কবির। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি লংগদু উপজেলাবাসীর দাবির ভিত্তিতে লংগদু উপজেলার জন ইউপি চেয়ারম্যানের উদ্যোগে লংগদু উপজেলার ইসলামাবাদ থেকে নানিয়ারচর সীমানা পর্যন্ত মাটি কেটে চলাচলের রাস্তা তৈরির প্রাথমিক কাজের উদ্যোগ গ্রহণ করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল বলেন, আমরা আপাতত মাটি কেটে রাস্তা করে দিব। রাস্তা তৈরি কাজের সময় লংগদু জোনের পক্ষ থেকে নিরাপত্তাসহ সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে।

কাজের ব্যয়ভার কীভাবে করা হবে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের নামে বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে একটা অংশ রাস্তার কাজে ব্যয় করা হবে। এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া হবে।

এছাড়া লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুও সার্বিক সহযোগিতা করছেন বলে জানান তিনি।

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বলেন, এটা উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংযোগ সড়কের কাজ শুরু করি। আমরা বিশ্বাস করি বড় গাড়ি চলাচল উপযোগী না হলেও আগামী এক মাসের মধ্যে মোটরসাইকেল, জিপ চাঁদের গাড়িসহ ছয় চাকার গাড়ি চলাচলের উপযোগী করা হবে।

স্থানীয়রা জানায়, লংগদু-নানিয়ারচর সড়কের কাজ শুরু হওয়ায় আমাদের খুব ভালো লাগছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল ব্রিজ করা। সেটাও হয়েছে। এই ২৯ কিলোমিটার রাস্তার জন্য দুই উপজেলার মানুষ চরম ভোগান্তি পোহাতে হতো। সড়কটি তৈরি হলে শুষ্ক মৌসুমে সড়ক পথে এক-দেড় ঘণ্টায় রাঙামাটি জেলা সদরে যাওয়া যাবে বলে জানান তারা।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারী/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ধামরাইয়ে বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

বগুড়ায় নিজেদের অফিসে আগুনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা আসামি

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ফেনীতে গায়েবানা জানাজা 

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে খুন

মুক্তিযোদ্ধাদের কোনো কোটাই এখন আর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার ৬ সাংবাদিক

শেরপুরে পুলিশ সদস্যের সম্পদের পাহাড়, দুদককে তদন্তের নির্দেশ আদালতের

চাঁদপুর সদরে পুলিশের অভিযান, ৯ বিএনপি নেতা গ্রেপ্তার

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হলো ২ হাজার ৮শ মেট্রিক টন পেঁয়াজ

কুমিল্লায় আট মামলায় আসামি ৮ হাজার, গ্রেপ্তার ১৬০

এই বিভাগের সব খবর

শিরোনাম :