বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ বিসিবির

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৫

দেশের ক্রিকেটপ্রেমীরা মগ্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসর নিয়ে। দ্বিতীয় কোয়ালিফায়ারের পর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের। এরপর শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে লড়বে টাইগারররা। অন্যদিকে, নারী দলও ব্যস্ত সময় পার করবে বিশ্বকাপকে সামনে রেখে।প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

চলতি বছরই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। কন্ডিশন, উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। ইতোমধ্যেই সেই সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে তারা, এবার চূড়ান্ত হয়েছে সূচিও।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ মার্চ। দুই দিন বিরতি দিয়ে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ২৪ মার্চ। আর ২৭ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে, সকাল সাড়ে ৯টায়।

টি-টোয়েন্টি সিরিজও হবে মিরপুরে। বেলা ১২টায় শুরু হবে ম্যাচগুলো। ৩১ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। ২ ও ৪ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। ৫ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে দলও চূড়ান্ত করে ফেলেছে অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়েই আসছে ক্রিকেটের পরাশক্তিরা। অ্যালিসা হিলির নেতৃত্বে দলে আছেন তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের সবাই। ঘোষিত দল দেখেই অনুমেয়, টাইগ্রেসদের জন্য নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং এক সিরিজ হতে চলেছে।

অস্ট্রেলিয়া দল

অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।

(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :