উৎসব মুখর পরিবেশে বিডিজেএর ফ্যামিলি ডে উদযাপন
ঢাকাস্থ বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএর) ফ্যামিলি ডে উদযাপন হয়েছে।
গাজীপুরের পূবাইলে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা অবধি আপন ভুবন রিসোর্টে আনন্দঘন আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে বিডিজেএর সদস্যদের সঙ্গে বাবা-মা ও স্ত্রী-সন্তানরা অংশ নেন। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে এতে তিন প্রজন্মের সম্মেলন ঘটে।
সকাল ৭টায় সেগুনবাগিচা থেকে যাত্রা শুরু করে পিকনিক স্পটে পৌঁছায় ৯টায়। দিনভর নানা আয়োজনে সন্ধ্যা গড়ালে রাতে ঢাকায় ফেরেন অংশগ্রহণকারীরা। শিশুদের দৌড় প্রতিযোগিতা দিয়ে আয়োজন শুরু হয়ে শেষ হয় র্যাফেল ড্র দিয়ে। সন্ধ্যার আগে অনুষ্ঠিত হয় কাওয়ালী গানের আসর।
সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের সঞ্চালনায় পুরো আয়োজনে সংগঠনের সদস্য, তাদের স্ত্রী ও সন্তানদের জন্য একাধিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। প্রত্যেক সদস্যকে পুরস্কৃত করার পাশাপাশি অতিথি হিসেবে সকল বাবা-মায়ের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।
ফ্যামিলি ডে আয়োজক কমিটির আহ্বায়ক মাহবুব জুয়েল ও সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুম অংশগ্রহণকারী এবং পৃষ্ঠপোষক হিসেবে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
ফ্যামিলি ডে ২০২৪ বিডিজেএর উপদেষ্টা ও বিসিসিআই এর পরিচালক নিজাম উদ্দিন, বিডিজেএর উপদেষ্টা আবু জাফর সূর্য, বিডিজেএর নজরুল ইসলাম মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/পিআর/এসআইএস)
মন্তব্য করুন