তিন ক্যাটাগরিতে কুমিল্লা জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫০ | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩০
ছবি: জেলা পুলিশ সুপার আবদুল মান্নান

মাদকদ্রব্য, অপরাধ নিয়ন্ত্রণ (সার্বিক মূল্যায়ন) ও আগ্নেয়াস্ত্র উদ্ধার; এই তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

সারা দেশে মাদকদ্রব্য উদ্ধারে ‘ক’ গ্রুপে প্রথম, অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে ‘ক গ্রুপে প্রথম এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ‘ক’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ।

পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

শ্রেষ্ঠত্বের অনুভূতি জানিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘এই অসামান্য অর্জনে জেলা পুলিশের সব বিভাগের সদস্যরা আনন্দিত।’ তিনি বলেন ‘আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা, যারা দায়িত্ব পালনে নিজেকে উজাড় করে দিয়েছেন এবং অপরাধের বিপক্ষে অবস্থান নেয়া জেলাবাসীর সহযোগিতায় এমন সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আমরা সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। পুলিশি সেবায় সারাদেশে অনন্য উদাহরণ তৈরি করতে চাই।’

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :