রাঙামাটিতে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শ্রমিকের

রাঙামাটি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ০৯:২৮
অ- অ+

রাঙামাটিতে ট্রাক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার ঘাগড়া বগাপাড়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের এসপি অফিসের নিচের রাস্তার বাসিন্দা হানিফ মাঝির ছেলে আরিফ (২২) ও এরশাদ মিয়ার সাব্বির (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে নির্মাণ কাজে নিয়োজিত ১৪-১৬ জন শ্রমিক ঢালাইয়ের কাজ শেষ করে ট্রাকে রাঙামাটি ফিরছিলেন। ঘাগড়ার বগাপাড়া ব্রিজের ওপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। বাকি শ্রমিকদের রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঘাগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল চাকমা জানান, শ্রমিকদের বহনকারী একটি মিনি ট্রাক কাপ্তাইয়ের বগাপাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। বাকি ১২-১৪ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে।

(ঢাকা টাইমস/০১মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা