বেইলি রোডে আগুন
সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন, নিহতদের পরিবার পাচ্ছে ২৫ হাজার টাকা, আহতরা ১০ হাজার

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন। এছাড়া আহত ব্যক্তিদের প্রত্যেককে ১০ হাজার, পরিস্থিতি বিবেচনায় ১৫ হাজার টাকা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের সামনে জেলা প্রশাসনের অস্থায়ী তথ্য ও সহায়তা কেন্দ্র থেকে এ অর্থ প্রদান করছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম।
ঢাকা টাইমসকে তিনি বলেন, “নিহতদের লাশ দাফন ও অন্যান্য খরচের জন্য নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়া আহতদের ১০ থেকে ১৫ হাজার টাকা দেওয়া হচ্ছে।”
তিনি জানান, বেইলি রোডের অগ্নিকাণ্ডে ৪৫ জন্য নিহত হয়েছেন। এদের মধ্যে এখন পর্যন্ত ৩৯ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। শনাক্ত হয়নি ছয় জনের মরদেহ।
বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এ আগুন।
(ঢাকাটাইমস/১মার্চ/এলএম/এফএ)

মন্তব্য করুন