‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে বিল আনতে গিয়ে লাশ হলেন আসিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ১১:৫৪
অ- অ+

রাজধানী বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে গ্যাস সিলিন্ডারের বিল তুলতে গিয়ে নিহত হয়েছেন মোহাম্মদ আসিফ।

রুমমেট শাহাবুদ্দিন মিয়া ঢাকা টাইমসকে বলেন, “আসিফ রাত ৯টায় বিল আনতে গেছে। টিভিতে আগুনের খবর দেখে ফোন দিলাম। দেখি কল ধরে না। পরে বেইলি রোড গেলাম। সেখানে না পাওয়ায় ঢাকা মেডিকেলে আসলাম। ঢাকা মেডিকেল মর্গে তার মরদেহ পেলাম।”

শাহবুদ্দিন আরও বলেন, “নিহত আসিফের মা-বাবা নেই। পাঁচ ভাই তারা। বড় ভাই চট্টগ্রাম থাকে। সে (আসিফ) একা, তাই আমার সঙ্গে শান্তিনগরে থাকত। শান্তিনগরে গ্যাস সিলিন্ডার ডেলিভারির কাজ করত। সে কাচ্চি ভাই রেস্টুরেন্টে প্রতিদিনই সিলিন্ডার গ্যাস সকালে ডেলিভারি করত আর সন্ধ্যার পর গিয়ে বিলের টাকা তুলত।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে গ্রিন কোজি কটেজে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এ আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/১মার্চ/এএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা