বেইলি রোডে আগুনে আওয়ামী লীগ নেতার মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ১২:০০
অ- অ+

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতাউর রহমান শামীম নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ছিলেন।

শামীমের ব্যক্তিগত সহকারী সাইফুর রহমান রাজন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজন জানান, ঘটনার সময় ওই বিল্ডিংয়ে বিরিয়ানির দোকান ‘কাচ্চি ভাই’য়ের ওপরে একটি রেস্টুরেন্টে ছিলেন আতাউর রহমান শামীম। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বের হতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি। তার মৃতদেহ সেগুনবাগিচা কাঁচাবাজার মসজিদে রাখা হয়েছে। সেখান থেকে কুলাউড়ায় নিয়ে যাওয়া হবে।”

আতাউর রহমান শামীমের গ্রামের বাড়ি কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নে। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্র বসবাস করেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ছিলেন তিনি।

বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এ আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।

(ঢাকাটাইমস/১মার্চ/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা