বেইলি রোডের অগ্নিকাণ্ড: পুড়ে মারা গেলেন অতিরিক্ত ডিআইজি নাসিরুল ইসলামের মেয়ে
রাজধানীর বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুনে পুড়ে মারা গেছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি নাসিরুল ইসলাম নাসিরের বড় মেয়ে লামিশা ইসলাম। ২০১৮ সালে নাসিরুল ইসলাম তার স্ত্রীকে হারিয়েছেন। এবার আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন বুয়েট পড়ুয়া মেয়ে লামিশা।
বর্তমানে নাসিরুল ইসলাম পুলিশ সদরদপ্তরে কর্মরত আছেন। দুই মেয়ের মধ্যে লামিশা বড়।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে লামিশা তার বন্ধু নাহিয়ান আমিনের সঙ্গে কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। এসময় হঠাৎই ভবনটিতে আগুন লাগে। এতে এখন পর্যন্ত দগ্ধ হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অনেকে। তারা শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসাকরা।
এদিকে ঘটনার পর রাতেই অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে যান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এসময় পুলিশপ্রধান বলেন, “আমাদের একজন সহকর্মীর মেয়ে মারা গেছেন।”
পরে জানা যায়, সেই মেয়েটিই লামিশা ইসলাম।
(ঢাকাটাইমস/০১মার্চ/এসএস/এফএ)