শপথ নিতে বঙ্গভবনে মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা

শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন ডাক পাওয়া নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিকালের পর থেকেই একে একে বঙ্গভবনে প্রবেশ করেন ডাক পাওয়া সদস্যরা।
দ্বাদশ জাতীয় নির্বাচনের পর সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দ্বিতীয় দফায় মন্ত্রিসভায় আরও সাতজন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। প্রতিমন্ত্রী হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ডাক পাওয়া সাত প্রতিমন্ত্রীর মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। তারা হলেন- মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল ওয়াদুদ ও মো. নজরুল ইসলাম চৌধুরী।
নারী প্রতিমন্ত্রী হচ্ছেন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয় সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান ও বেগম নাহিদ ইজাহার খান।
এরই মধ্যে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের জন্য ৭টা নতুন গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নতুন সরকার হিসেবে শপথ নিয়েছে গত ১১ জানুয়ারি। ওইদিন নতুন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
(ঢাকাটাইমস/০১মার্চ/জেএ/কেএম)

মন্তব্য করুন