কালিয়াকৈরে আগুনে পুড়ল ৬ দোকান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৪, ১১:২৩
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈর আগুন লেগে ছয়টি দোকান পুড়ে ছাই হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় হাজী হাকিম আলী মার্কেটে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৭টার দিকে ওই মার্কেটের একটি দোকান থেকে ধোঁয়া উড়তে দেখেন পথচারী ও স্থানীয় লোকজন। পরে মুহূর্তেই আগুন মার্কেটের ৬টি কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়দের দেয়া খবরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে ওই দোকানগুলোর ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির ও আগুন লাগার কারণ জানা যায়নি। (ঢাকা টাইমস/০২মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা