রিপাবলিকান প্রাইমারি: প্রথমবারের মতো ট্রাম্পকে হারালেন হ্যালি

মার্কির প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রাইমারিতে (দলের প্রার্থী বাছাই) প্রথমবারের মতো ধাক্কা খেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা এবং সাউথ ক্যারোলিনায় হারের পর ওয়াশিংটন ডিসিতে প্রাইমারি নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়ে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন নিকি হ্যালি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জাতিসংঘের সাবেক এ রাষ্ট্রদূত ৬২.৯ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৩৩.২ শতাংশ ভোট। এর ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকি হ্যালিই প্রথম নারী, যিনি রিপাবলিকান পার্টির কোনো প্রাইমারিতে জয়ী হলেন।
মঙ্গলবার (৫ মার্চ) একযোগে ১৬টি রাজ্যে প্রাইমারি নির্বাচন। একাধিক রাজ্যে প্রাথমিক বাছাই বলে দিনটিকে মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় ‘সুপার টুইসডে’ বলা হয়।
এরআগে ওয়াশিংটনে ২০২০ সালের নির্বাচনেও ট্রাম্পের বিরুদ্ধে তৎকালীন প্রার্থী জো বাইডেন ৯২ শতাংশ ভোট পেয়েছিলেন। শহরটি কখনোই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট দেয়নি।
এদিকে জয়ের পর হ্যালির নির্বাচনি প্রচার দলে একটি বিবৃতিতে বলছে, ‘এটা আশ্চর্যের কিছু নয় যে ওয়াশিংটনের রিপাবলিকানরা ডোনাল্ড ট্রাম্প এবং তার সমস্ত বিশৃঙ্খলাকে প্রত্যাখ্যান করছে।’
ট্রাম্পের প্রচারাভিযান দলের বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়াশিংটন ডিসিতে আজ রাতের ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্প ও তার অনুগামীদের আরও উজ্জীবিত করেছে।’
প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন।এই নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পই রিপাবলিকান প্রার্থী হতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে । তবে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। ফলে তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছিল। তবে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা এবং সাউথ ক্যারোলিনায় প্রা্ইমারিতে জয়ের পর রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।
এদিকে আদালতে একাধিক মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে। এর মধ্যে ক্যাপিটলে দাঙ্গা বাধানোর অভিযোগও আছে। আদালত যদি কোনো কারণে ট্রাম্পের প্রার্থীতা স্থগিত করে দেয়, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারে। আর এই সুযোগের অপেক্ষায় মাঠ ছাড়তে রাজি নন নিকি হ্যালি। তিনি ট্রাম্পের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সূত্র: এনডিটিভি
(ঢাকাটাইমস/০৪মার্চ/এমআর)

মন্তব্য করুন