বগুড়ায় হত্যার পর স্কুলছাত্রের লাশ বস্তায় ভরে মাটিতে পুঁতে রাখা হয়েছিল 

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৪, ০৮:১৮
অ- অ+

বগুড়ার গাবতলী থেকে ৯ দিন ধরে নিখোঁজ থাকা স্কুল ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। স্কুল ছাত্রের নাম নাসিরুল ইসলাম নাসিম। তাকে হত্যার পর বস্তায় ভরে একটি বাড়ির মুরগির ঘরের মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। পরে সন্দেহভাজন একজনকে আটকের পর সোমবার রাতে জিজ্ঞাসাবাদে নাসিমের লাশ উদ্ধার করা হয়।

নিহত নাসিম নাসিম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি পশ্চিমপাড়া এলাকার ওয়াজেল মণ্ডলের ছেলে। সে সারিয়কান্দির একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করে সহকারি পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী বলেন, নাসিম গত ২৫ ফেব্রুয়ারি রাত থেকে নিখোঁজ ছিল। থানায় জিডি হলে তার পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে নাসিমের দূর সম্পর্কের এক আত্মীয় রফিকুলের ছেলেকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রফিকুলের বাড়ির মুরগি রাখার ঘরের মাটির নিচে পুঁতে রাখা নাসিমের লাশ উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি 
অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মত নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী 
হবিগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা