ইতালির মোনসায় পিঠা উৎসব

প্রবাসে শীতকালীন পিঠার সমাহার নিয়ে পিঠা উৎসবের আয়োজন রীতিমতো প্রশংসনীয় ইতালির সব শহরেই। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক সমিতির বার্ষিক কার্যক্রমের একটি নিয়মিত অনুষ্ঠান পিঠা উৎসব।
ইতালির মোনসায় তরুণ কয়েকজনের আয়োজনে মোনসা ইয়াং ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় একটি পার্কে এই পিঠা মেলা অনুষ্ঠিত হয়।
তরুণ সংগঠক তানভীর হাসানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোনসা থানার পুলিশ কমান্ডার ভিসেনসো রেপিচি, ইতালির সাবেক প্রধানমন্ত্রীর গ্রুপের সদস্য স্টেল্লা, ইতালিয়ান স্পোর্টিং ক্লাব সিআরওএল এর সদস্য গিয়ান্নি এবং
ইউএসবি অফিসের সদস্য এমমার উপস্থিতি প্রবাসী বাংলাদেশিদের আনন্দ অনেকটাই বাড়িয়ে দেয়। বাংলাদেশিদের এমন সুন্দর আয়োজন ইতালিয়ানদের মনও জয় করেছে।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন সাংবাদিক আল আমিন হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোমন্দ গ্রুপের চেয়ারম্যান ফেনী জেলা সমিতির সভাপতি নুরুল আফসার বাবুল।
শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী শুভ্র ফকির, ফেনী জেলা সমিতির প্রধান নির্বাচন কমিশনার বেলাল পাঠুয়ারী, হাবীবুল্লাহ রুবেল, কমিউনিটি ব্যক্তিত্ব মাঈন আলী, রানা ভুইয়া প্রমুখ।
অনুষ্ঠানে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
(ঢাকা টাইমস/০৭মার্চ/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন