সৌম্যের বিতর্কিত নটআউট নিয়ে ম্যাচ রেফারির দ্বারস্থ হচ্ছে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৪, ১১:৩৩
অ- অ+

ক্রিকেটে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা। সমর্থকরা মুখিয়ে থাকেন এই দুই দলের লড়াই দেখতে। তবে ভারতের পর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বৈরথ নিয়ে উত্তেজনা থাকে সবচেয়ে বেশি।সেই উত্তাপে নতুন করে রসদ যোগ করল সৌম্য সরকারকে নটআউট দেওয়া থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বিতর্কিত একটি সিদ্ধান্ত।

যার রেশ অনেকদূর পর্যন্ত যাবে, সেটি বোঝাই যাচ্ছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লঙ্কানদের প্রতিনিধি হয়ে আসা সহকারী কোচ নাভিদ নেওয়াজ জানালেন, তারা ম্যাচ রেফারির দ্বারস্থ হবেন।

সৌম্যর নটআউট বিতর্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নেওয়াজ বলেন, ‘মাঠ আম্পায়ার আউট দিয়েছিলেন। আমি জানি যে টিভি আম্পায়ারকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে হলে অকাট্য প্রমাণ লাগবে। এটা পরিষ্কার, একটা স্পাইক ছিল। আমরা সবাই এটা বড় পর্দায় দেখেছি। আমরা ম্যাচ রেফারির কাছে বিষয়টি নিয়ে যাব যে আসলে এখানে কী হয়েছে। আমাদের কাছে ফুটেজ আছে, সেটা দিয়ে কোনো কিছু বলা সম্ভব নয়।’

বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা এটি। বিনুরা ফার্নান্দোর প্রথম বলেই সাজঘরে ফিরতে পারতেন সৌম্য। তবে সন্দেহ থাকায় নেন রিভিউ। রিভিউয়ে সিদ্ধান্ত সৌম্যর পক্ষে এলেও তা নিয়ে দেখা দেয় বিতর্ক। ডিআরএস সিস্টেমের আলট্রা-এজে স্পাইক দেখা যাওয়ায় সাজঘরের পথে হাঁটাও দিয়েছিলেন সৌম্য। কিন্তু আম্পায়ার শুধু স্পাইক দেখেই সন্তুষ্ট ছিলেন না। ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যাচটি পরীক্ষা করে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি টিভি আম্পায়ার মাসুদুর রহমান। ব্যাট ও বলের মধ্যে স্পষ্ট ফাঁক দেখতে পান তিনি। স্পষ্টই দেখা যায়। বল চলে যাওয়ার পর আলট্রা-এজে স্পাইক দেখা যাচ্ছে। যেটি কোনভাবেই সম্ভব নয়।

তাই মাঠের সিদ্ধান্ত বদলে নট আউট দেন তিনি। বেঁচে যান সৌম্য। যদিও টিভি আম্পায়ারের সিদ্ধান্ত বদলে সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কা। অনফিল্ড আম্পায়ারকে ঘিরে ধরে তারা।

মাঠে যখন শিষ্যরা প্রতিবাদ জানাচ্ছেন, মাঠের বাইরে তাদের গুরু কোচ ক্রিস সিলভারউডও বসে থাকেননি। ড্রেসিংরুম থেকে ওঠে শরণাপন্ন হন চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের।যদিও তাতে কিছু হয়নি। এরপরই খেলা আবার শুরু হয়।

শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানে সফরকারীদের কাছে হেরেছিল শান্ত বাহিনী।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা