বুয়েটে ভর্তি: ১৩০৯ আসনের বিপরীতে ৬০৩৯ শিক্ষার্থীর পরীক্ষা

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৪, ২১:২৬
অ- অ+

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য মূল ভর্তি পরীক্ষা শনিবার লিখিত আকারে বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ছয় হাজার ৭৪ জন নির্বাচিত শিক্ষার্থীর মধ্যে এক হাজার ৩০৯টি আসনের বিপরীতে ছয় হাজার ৩৯ জন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। অধিকাংশ হলেই প্রায় শতভাগ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রকৌশল বিভাগগুলো এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মডিউলে এবং প্রকৌশল বিভাগগুলো, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের জন্য মডিউল-বি দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম শিফটে মডিউল-'' সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত। এই শিফটে '' '' গ্রুপের জন্য গণিত, পদার্থ বিজ্ঞান রসায়ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় শিফটে মডিউল-'বি' বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এই শিফটে '' গ্রুপের জন্য উন্মুক্ত পাঠ্যসূচিতে মুক্তহন্ত অঙ্কন (Freehand Drawing) এবং দৃষ্টিগত স্থানিক ধীশক্তি (Visual- Spatial Intelligence) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রাক-নির্বাচনী মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হয়। এর আগে বাছাইকৃত সব সঠিক আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্রাক- নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের ১ম থেকে ৩০০০তম পর্যন্ত দুই শিফটে (মডিউল- মডিউল-বি) মোট হাজার ৭৪ জন শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। এর মধ্যে ছেলে শিক্ষার্থী হাজার ৮১৫ জন এবং মেয়ে শিক্ষার্থী হাজার ২৫৯ জন।

কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠিভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর অঞ্চঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি (কোন বিভাগে টি আসনের বেশী নয়) স্থাপত্য বিভাগের জন্য ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট হাজার ৩০৯ টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বুয়েট কতৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ ৩১ মার্চ।

(ঢাকাটাইমস/০৯মার্চ/এসকে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা