মানিকগঞ্জের কহেল মুন্সী হত্যার প্রধান আসামি হৃদয় গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় চাঞ্চল্যকর কহেল মুন্সী (৬৫) হত্যাকাণ্ডের পলাতক প্রধান আসামি হৃদয় মুন্সীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
হত্যাকাণ্ডটি সংঘটনের ১২ ঘণ্টার মধ্যে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে কহেল মুন্সীকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার হৃদয় সিংগাইরের ইসলাম মুন্সীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল মঙ্গলবার ঢাকা টাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ মার্চ) রাত ৯টার দিকে র্যাব-৪ ও র্যাব-১০ এর যৌথ দল ঢাকা জেলার নবাবগঞ্জ থানার চকরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কহেল মুন্সী (৬৫) হত্যাকাণ্ডের এজাহারনামীয় পলাতক প্রধান আসামি হৃদয় মুন্সীকে (২৩) গ্রেপ্তার করা হয়।
সোহেল আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
(ঢাকাটাইমস/১২মার্চ/এইচএম/ইএস)

মন্তব্য করুন