সাংবাদিক রানাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৪, ১৩:১৯
অ- অ+

শেরপুরের নকলায় তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ায় সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান।

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন- দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিদার রহমান, উন্নয়নকর্মী মাধবচন্দ্র দত্ত, সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অবিলম্বে ওই সাংবাদিককে নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অপব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।

(ঢাকা টাইমস/১২মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা