কেন কারওয়ান বাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী মালিক সমিতির নিবন্ধন বাতিল চায় ভোক্তা?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৪, ১২:৩০| আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৪:১৮
অ- অ+

রাজধানীর কারওয়ান বাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী মালিক সমিতির নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান স্বাক্ষরিত চিঠিটি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন>> ‘কারওয়ান বাজার দেশের জন্য বিষফোড়া, পণ্য নামলেই কেজিতে বাড়ে ১৫-২০ টাকা’

চিঠিতে বলা হয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে সোমবার কারওয়ান বাজারে নিত্যপ্রয়োজনীয় কাঁচাপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে এ বাজারে কাঁচাপণ্যের সরবরাহ ও মূল্যবৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এ অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দিতে ১১ মার্চ কারওয়ান বাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী মালিক সমিতির সভাপতিকে চিঠি দেওয়া হয়। চিঠির প্রেক্ষিতে ওই সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান অধিদপ্তরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য না দিয়ে মৌখিক বক্তব্য দেন। বাজার তদারকিকালে পাওয়া অনিয়মের বিষয়ে তিনি যে মৌখিক বক্তব্য দেন তা সন্তোষজনক নয়। তার বক্তব্যে প্রতীয়মান হয়েছে, তিনি রমজানের আগে কাঁচাপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে কমিটির পক্ষ থেকে কোনো কার্যক্রম গ্রহণ না করে বরং হঠাৎ করে মূল্যবৃদ্ধির পক্ষে অযৌক্তিক যুক্তি তুলে ধরেছেন।

এ অবস্থায় পবিত্র রমজানসহ সারা বছর কাঁচাপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও যৌক্তিক মূল্য নিশ্চিত করার লক্ষ্যে কারওরান বাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী মালিক সমিতির নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা