মাধ্যমিকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার পাঁয়তারা, নিয়োগ স্থগিত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৪, ১৬:৪২| আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৬:৪৪
অ- অ+

নওগাঁর বদলগাছী উপজেলার সাগরপুর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শূন্য পদে ৫ জন কর্মচারী নিয়োগের পাঁয়তারার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সংশ্লিষ্ট দপ্তরে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। শেষ হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়ার মেয়াদও। এতে স্বপ্ন ভেঙে গেছে সব চাকরি প্রত্যাশীর।

জানা গেছে, টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করেছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেন। প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধেও আছে টাকা নেওয়ার অভিযোগ। তারা নিয়োগ পরীক্ষার আগেই প্রায় ৭০ লাখ টাকা ও স্কুলের নামে ১০ শতক জমি লিখে নিয়েছেন বলে জানা গেছে।

বিদ্যালয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, সাগরপুর উচ্চ বিদ্যালয়ে শূন্য পদে একজন করে নিরাপত্তাকর্মী, আয়া, নৈশ্যপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও অফিস সহায়ক পদে নিয়োগের জন্য গত বছর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই মোতাবেক ৫টি পদের নিয়োগ গত ৩১ ডিসেম্বর চূড়ান্ত পর্যায়ে ছিল। কিন্তু ওই নিয়োগ পরীক্ষা হওয়ার আগেই বিদ্যালয়ের সভাপতি এবং প্রধান শিক্ষক যোগসাজশ করে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং যেকোনো সময় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সঞ্জয় সরকার, খয়বুল ও মাহবুব মোরশেদ গত বছরের ২৬ ডিসেম্বর নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন এবং অনুলিপি বিভিন্ন দপ্তরে দেওয়া হয়। এর প্রেক্ষিতে সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেন কর্তৃপক্ষ। এর ফলে যেসব চাকরি প্রত্যাশী নিয়োগ পাওয়ার আশায় টাকা দিয়েছেন, তারা রয়েছেন বিপদে। তবে এখনো চাকরি পাওয়ার আশায় তারা মুখ খুলতে রাজি না।

ম্যানেজিং কমিটির এক সদস্য অভিযোগ করে বলেন, গোপনে আগে থেকে সভাপতি ও প্রধান শিক্ষক ৪র্থ শ্রেণির ৫টি পদে ৭ জন চাকরি প্রত্যাশীর কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা নিয়েছেন। এছাড়া আয়া পদের জন্য এক চাকরি প্রত্যাশীর কাছ থেকে স্কুলের নামে ১০ শতক জমি লিখে নিয়েছেন, পাশাপাশি নগদ টাকাও নিয়েছেন। নিরাপত্তাকর্মী পদে নিয়োগের জন্য একজনের কাছ থেকে প্রধান শিক্ষক ১২ লাখ টাকা নিয়েছেন এবং একই পদে নিয়োগের জন্য সভাপতি দুই জনের কাছ থেকে ২৬ লাখ টাকা নিয়েছেন। (আয়া পদের জন্য আরেকজনের কাছ থেকে ৬ লাখ টাকা), নৈশপ্রহরী পদে সাড়ে ৯ লাখ টাকা, পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য সাড়ে ৯ লাখ টাকা এবং বাবা ওই স্কুলে চাকরি করার সুবাদে ছেলের কাছ থেকে অফিস সহায়ক পদের জন্য ৭ লাখ টাকা নেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্টরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়াসহ স্বচ্ছতার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে জনবল নিয়োগ করবেন।

এদিকে একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, সাগর উচ্চ বিদ্যালয়ের নিজস্ব কোনো জমি বা খেলার মাঠ নেই, আমরা স্থানীয়রা চেয়েছিলাম কেউ যদি স্কুলের নামে জমি লিখে দেয়, তাহলে তাকে যেন চাকরি দেওয়া হয়। একজন ১৫ শতক জমি দিতেও চেয়েছিল, কিন্তু ফিরোজ চেয়ারম্যান সেটা মানেননি। যদিও এক চাকরি প্রত্যাশী ১০ শতক জমি লিখে দিয়েছে স্কুলের নামে। তাই ওই ১৫ শতক পেলে স্কুলের সম্পদ আরও বেড়ে যেতো। খেলার মাঠ হতো। এছাড়া যারা টাকা দিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ নিয়োগ না পেয়েও স্কুলে কাজ করছে বলে জানান তারা।

টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক মুঠোফোনে বলেন, কে কী নিলো, ওই সম্পর্কে বলার নেই। আপনি ১২ লাখ টাকা নিয়েছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, এরকম কোনো বিষয় নেই। এছাড়া কোনো চাকরি প্রত্যাশী স্কুলের নামে জমি লিখে দিয়েছে কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো আপনার জানা লাগবে না, জানতে হলে অফিসে আসেন। তবে তিনি নিয়োগ প্রক্রিয়া স্থগিত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে স্কুলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন মুঠোফোনে বলেন, আপনাকে কি বলা লাগবে, কি শুনলে খুশি হবেন? আপনার কাছে কি কেউ অভিযোগ করেছে? আপনি টাকা নিয়েছেন কি না এমন প্রশ্নে তিনি উত্তেজিত হয়ে বলেন, এতো গল্প নেই, আপনার কাছে কেউ অভিযোগ দিয়ে থাকলে তাকে নিয়ে আসেন, তাছাড়া মোবাইল নিয়ে নওগাঁ বসে থাকেন মিয়া। টাকা নিয়েছেন কি না আবারও জিজ্ঞেস করলে, তিনি উত্তেজিত হয়ে জানতে চান কে অভিযোগ করেছে? যদি কেউ অভিযোগ করে, তাহলে তাকে নিয়ে আসেন বলে সংযোগ কেটে দেন তিনি।

জানতে চাইলে বদলগাছী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা