বগুড়ায় মোবাইলফোন চুরির অপবা‌দে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

​​​​​​​বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৪, ১৪:৩৮
অ- অ+

বগুড়ায় মোবাইলফোন চুরির অপবাদে সাওয়াল (২৫) নামে এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অ‌ভি‌যোগ উঠে‌ছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে সাওয়ালকে বাড়ি থেকে ডেকে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে গুরুতর আহত করা হয়।

নিহত সাওয়াল বগুড়া শহরতলীর ছোট কুমিড়া পশ্চিম পাড়ার আজিজুল হকের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন

গ্রেপ্তারকৃতরা হলেন-একই এলাকার রেজাউল তার স্ত্রী সানু ও মেয়ে আশা।

স্থানীয়‌দের বরাত দি‌য়ে বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দিন ব‌লেন, রেজাউল নামের এক ব্যক্তির বাসা থেকে কয়েকদিন আগে একটি মোবাইলফোন চুরি হয়। মোবাইলফোন চুরির অভিযোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাওয়ালকে বাড়ি থেকে ডেকে আনে রেজাউল। এরপর তার বাড়ির পার্শ্বে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে রেজাউল তার স্ত্রী ও মেয়ে সাওয়ালকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সাওয়াল মারা যান

জালাল উদ্দিন আর বলেন, ঘটনায় রাতেই রেজাউল তার স্ত্রী সানু ও মেয়ে আশাকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত সাওয়ালের বাবা আজিজুল হক গ্রেপ্তার তিনজনসহ পাঁচজনের নামে থানায় মামলা করেছেন

(ঢাকাটাইমস/১৫মার্চ/প্রতিনিধি/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাম্য হত্যা: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
তথ্য উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা