ফরিদপুরে আওয়ামী লীগের উদ্যোগে ৫০০ টাকায় গরুর মাংস

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৪, ১৪:০৭
অ- অ+

ফরিদপুরে অল্প আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে জেলা আওয়ামী লীগ।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

বিপননেরর আনুষ্ঠানিক উদ্বোধনের সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে শামীম হক বলেন, সাধারণ মানুষ যাতে পবিত্র রমজানে গরুর মাংস কিনতে পারেন এজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চাযন এই রমজানে শান্তিপূর্ণভাবে ধর্মপ্রাণ মানুষ তাদের ধর্ম পালন করুক, আর এই জন্যই সমাজের বিত্তবান মানুষ ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষের জন্য।

তিনি বলেন, আমরা এই শুভ কাজের জন্য বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিনটিকে বেছে নিয়েছি।স্বল্পমূল্যের এই আয়োজন পুরো রমজান মাসজুড়েই অব্যাহত থাকবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সৈয়দ আলী আশরাফ পিয়ারসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রম আয়োজনে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। মাত্র ৫০০ টাকায় গরুর মাংস কিনতে পেরে অনেকেই এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ আসামির মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে বহাল রাখায় সন্তুষ্টি প্রকাশ আবরারের মায়ের
ময়মনসিংহের ভালুকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন 
মুশফিক-রিয়াদরা মাঠ থেকে বিদায় না নেওয়ায় আক্ষেপ মিরাজের
পর্তুগালের প্রবাসী নারী উদ্যোক্তাদের ঈদ মেলা  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা