ফরিদপুরে আওয়ামী লীগের উদ্যোগে ৫০০ টাকায় গরুর মাংস

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৪, ১৪:০৭
অ- অ+

ফরিদপুরে অল্প আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে জেলা আওয়ামী লীগ।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

বিপননেরর আনুষ্ঠানিক উদ্বোধনের সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে শামীম হক বলেন, সাধারণ মানুষ যাতে পবিত্র রমজানে গরুর মাংস কিনতে পারেন এজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চাযন এই রমজানে শান্তিপূর্ণভাবে ধর্মপ্রাণ মানুষ তাদের ধর্ম পালন করুক, আর এই জন্যই সমাজের বিত্তবান মানুষ ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষের জন্য।

তিনি বলেন, আমরা এই শুভ কাজের জন্য বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিনটিকে বেছে নিয়েছি।স্বল্পমূল্যের এই আয়োজন পুরো রমজান মাসজুড়েই অব্যাহত থাকবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সৈয়দ আলী আশরাফ পিয়ারসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রম আয়োজনে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। মাত্র ৫০০ টাকায় গরুর মাংস কিনতে পেরে অনেকেই এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে: তারেক রহমান
ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি
নাসিরনগরে দুই গোত্রের সংঘর্ষে নিহত ১, আহত ১০
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা