লিটন দাসের বাদ পড়া নিয়ে যা বললেন মিরাজ

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন কুমার দাস। বাজে ব্যাটিংয়ের কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। যা নিয়ে সরগরম দেশের ক্রিকেটপাড়া। প্রসঙ্গটি উঠেছিল তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনেও। জবাব দিতে গিয়ে লিটনের প্রশংসাই করেছেন মেহেদী হাসান মিরাজ।
সোমবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে রবিবার বাংলাদেশ দলের বাধ্যতামূলক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন মিরাজ। সেখানে লিটনের বাদ পড়ার প্রসঙ্গটি নিয়ে তাকে কয়েকটি প্রশ্ন করা হয়।
মিরাজ বলেন, ‘লিটন অনেক ভালো ভালো ইনিংস খেলেছে এবং অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি যে ও বাদ পড়েছে এমন কিছু না, আবার কামব্যাক করতে পারবে। এটা আমি বিশ্বাস করি। কারণ ওর ভেতরে সেই পটেনশিয়াল আছে এবং আমরা জানি ও কী টাইপের প্লেয়ার। ও এখন হয়তো একটু অফফর্মে আছে। আবার খুব তাড়াতাড়ি বাংলাদেশ টিমে আসবে।’
অতীতে ভালো করার সুবাদে একাদশে অটোচয়েজে পরিণত হন অনেকে- বাংলাদেশ টিমে এমন নজির আছে বহু। লিটন দাসও অটোচয়েজ ছিলেন বলে মনে করেন কেউ কেউ। এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে মিরাজ বলেন, ‘একটা বিষয় দেখেন, ন্যাশনাল টিমে কিন্তু আপনাকে পারফর্ম করেই খেলতে হবে। এখানে আমিও যদি ভালো না খেলি, তবে আমাকেও কিন্তু বাদ দেয়া হবে। ন্যাশনাল টিম এমন একটা জায়গা, আপনাকে পারফর্ম করে স্থায়ী হতে হবে। এটা এক-দুই দিন না। আপনি দেখেন, মুশফিক ভাই অনেক বছর সার্ভিস দিয়েছে বাংলাদেশকে, একটা জায়গায় এসেছে। তারপর আরও যারা খেলছে, রিয়াদ ভাই আছে, তিনি এখনও খেলছে। কিন্তু সবারই আপডাউন থাকে।’
নতুন নির্বাচক কমিটি নিয়ে মিরাজ বলেন, 'প্রত্যেকটা সিলেকশন প্যানেলের আলাদা আলাদা দর্শন থাকে। তাদের চিন্তা ভাবনা একেক রকম থাকে। এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো না। তাদের চিন্তা কি ছিলো, তাদের সাথে আমার ওইরকম কথা হয়নি। এটা টিম ম্যানেজমেন্ট কোচ কিংবা অধিনায়ক জিনিসটা ভালো বলতে পারবে। একেক জনের একেক রকম চিন্তা ভাবনা থাকে।’
তবে সবকিছুর ঊর্ধ্বে পারফরম্যান্সকেই মাপকাঠি মানছেন মিরাজ ‘প্রত্যেকে প্লেয়ারের পারফরম্যান্স করতে হবে, এর আগেও বলেছি, এখনো স্টিল বলছি। পারফর্ম না করলে আপনি, আমার মনে হয় শুধু জাতীয় দল নয় দুনিয়ার কোথাও খেলতে পারবেন না। পারফর্ম করেই আপনাকে খেলেতে হবে প্রত্যেকটা জায়গাতে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা খেলোয়াড়ের আরও বেশি সিরিয়াস হওয়া উচিত পারফরম্যান্সের ক্ষেত্রে এবং কোন জায়গায় উন্নতি করলে ভালো হবে, সেই জায়গায় কাজ করা উচিত।'
(ঢাকাটাইমস/১৭মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন