ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে আইপিএলের সব ম্যাচ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৪, ১৬:৪৯
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের পর্দা উঠছে আগামী ২২ মার্চ। এই আসরের প্রথম ভাগের সূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। আর এ ম্যাচগুলো ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে। তবে আসন্ন আসরের দ্বিতীয় ভাগের সূচি এখনও ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঞ্জন ছিল, আইপিএলের দ্বিতীয়ভাগের ম্যাচগুলো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

সেই গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ। আইপিএলের পুরো মৌসুম ভারতেই হচ্ছে, নিশ্চিত করেন তিনি। বিসিসিআইয়ের সচিব ক্রিকবাজকে বলেন, 'নাহ, এটা কোথাও সরছে না। আইপিএল ভারতেই হবে।'

এর আগে অবশ্য বেশ কয়েকবার ভারতের বাইরে আইপিএল আয়োজন করা হয়েছে। বিশেষ করে নির্বাচনের কারণে ভারতের বাইরে নেয়া হয় আইপিএল। ২০১৪ সালে সাধারণ নির্বাচনের কারণে আইপিএলের প্রথমার্ধ হয়েছিল সাউথ আফ্রিকায়। এরপর ২০২০ আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

অবশ্য সেবার করোনার প্রাদুর্ভাবের কারণে আইপিএল ভারতের বাইরে আয়োজন করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এরপর ২০২১ আইপিএলেরও শেষভাগের ম্যাচগুলো আরব আমিরাতে সরিয়ে নিতে হয়েছিল তাদের। এরপর অবশ্য ২০২২ ও ২০২৩ আইপিএল ভারতেই আয়োজন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাম্য হত্যা: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
তথ্য উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা