বগুড়ায় ওলামায়ে মাশায়েখ পরিষদের ইফতার মাহফিল থেকে ৯জন আটক

​​​​​​​বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৪, ২১:৩০
অ- অ+

বগুড়ায় ওলামায়ে মাশায়েখ পরিষদের ইফতার মাহফিল থেকে জনকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের রেড চিলি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়৷

আটককৃতরা জামায়াত নেতাকর্মী বলে সন্দেহ করছে পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় সূত্র জানা যায়, বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকায় রেড চিলি রেস্তোরাঁর পঞ্চম তালায় বগুড়া জেলা পূর্ব ওলামায়ে মাশায়েখ পরিষদের ব্যানারে ইফতারের আয়োজন করা হয়। সেখানে সরকারি মোস্তাফাবিয়া আলিফা মাদরাসার অধ্যক্ষ . আহমাদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিকাল সাড়ে টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশ ডিবি পুলিশ অভিযান চালিয়ে জনকে আটক করে। আটকের পর তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়৷

রেড চিলি রেস্তোরাঁর ব্যবস্থাপক আরিফ হোসেন জানান, ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি ইফতারের জন্য রেস্তোরাঁ বুকিং দিয়েছিল। দুপুর ৩টার দিকে ইফতার মাহফিল শুরু হয়। কিন্তু বিকালে পুলিশ এসে কয়েকজনকে আটক করে নিয়ে যায়।

আটকের বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, জামায়াত নেতাকর্মী সন্দেহে জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যাচাই শেষে বিস্তারিত জানানো হবে।

(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাম্য হত্যা: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
তথ্য উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা