টসে জিতে ব্যাটিংয়ে নেমেই ২ উইকেট খোয়াল শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৪, ১০:৫২| আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১১:১২
অ- অ+
নিজের প্রথম দুই ওভারে দুই উইকেট তুলে নেন তাসকিন আহমেদ

শ্রীলঙ্কা-বাংলাদেশের তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচ চলছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বরাবরই শেষ ম্যাচেও টনে জিতেছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খেয়েছে লঙ্কানরা। শুরুতেই জোরা আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই গত ম্যাচের সেঞ্চুরি করা পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন। ব্যক্তিগত ও দলীয় ১ রানের মাথায় সাজঘরে ফেরেন পাথুম।

এরপর নিজের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারে ফের আঘাত হানেন তাসকিন। এবার আভিষ্কা ফার্নান্দোকে ব্যক্তিগত ৪ রানের মাথায় মুশফিকুর রহিমের হাতে তালুবন্দি করেন।

এর আগে প্রথম দুই ম্যাচেও টস হেরেছিল বাংলাদেশ। সিরিজের ফাইনাল ম্যাচেও টসভাগ্য হয়নি সহায় বাংলাদেশের। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কুশল।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগের দুই ম্যাচে ১-১ সমতায় থাকার কারণে এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।

সিরিজের প্রথম দুটি ম্যাচ ছিল দিবারাত্রির। রাতের বেলায় যে দল বোলিং করতো, তাদেরকে লড়াই করতে হতো অতিরিক্ত শিশিরের সঙ্গে। কারণ, ম্যাচ দুটিতে দেখা গেছে, রাতে অতিরিক্ত শিশিরে মাঠের আউটফিল্ড ভিজে যাচ্ছিল। ফলে বোলাররা ভেজা বল নিয়ে ভালোভাবে বল করতে পারছিলেন না।

তবে আজকের ম্যাচটি দিনের বেলায় হওয়ার কারণে স্বস্তিতে আছে উভয় দলই। উভয় দলেরই সমান সুযোগ রয়েছে।

২০২১ সালের মে মাসে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজটি ছিল টাইগারদের হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এটিই ছিল লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ।

সে হিসেবে প্রায় দুই বছর লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাম্য হত্যা: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
তথ্য উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা