শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শুরুর আগে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে শঙ্কায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ১৭:০১
অ- অ+

টি-টোয়েন্টি ও ওয়ানডের পর শ্রীলঙ্কার বিপক্ষে এবার টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে ইনজুরির মিছিল বাংলাদেশ দলে। একের পর এক ক্রিকেটারের ছিটকে পড়ার শঙ্কায় টাইগার শিবির। এরই মধ্যে আঙুলের চোটে ছিটকে গেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম। এবার শঙ্কা জেগেছে আরও দুই খেলোয়াড়কে নিয়ে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার (২২ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এই টেস্টের আগের দিনও পিঠের ব্যথায় ভুগছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

সিলেটে আজ টাইগারদের অনুশীলনে শরিফুলকে দেখা যায়নি। জানা গেছে, ওয়ানডে সিরিজ শেষে দলের সঙ্গে সিলেটে না গিয়ে ঢাকায় ফিরেছেন তিনি। ইনজুরি শঙ্কায় স্ক্যান করা হলেও কোনো চিড় ধরা পড়েনি তার। আজ সন্ধ্যার ফ্লাইটে সিলেট যাওয়ার কথা শরিফুলের।

ভারতের মাটিতে গত অক্টোবরে হওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকেই টানা খেলে যাচ্ছেন শরিফুল। বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ও নিউজিল্যান্ডের মাটিতে ফিরতি সিরিজের সব কয়টি ম্যাচেই খেলেন তিনি। দুই সপ্তাহ বিশ্রামের পর বিপিএলেও খেলেন তিনি। সেখানেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন শরিফুল।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের সব কয়টি ম্যাচই খেলেছেন তিনি। টেস্ট সিরিজেও দলের প্রধান পেসার হওয়ার কথা তার, কিন্তু হোঁচট খেলেন ম্যাচ শুরুর ঠিক আগে।

গত বছর শরিফুল টেস্টে টাইগারদের সফলতম পেসার ছিলেন। ৮ ইনিংসে শিকার করেছিলেন ১২ উইকেট। সব মিলিয়ে ৯ টেস্টে তার উইকেট সংখ্যা ২০টি।

টাইগারদের ইনজুরি শঙ্কা আছে আরও। আজ সিলেটে শেষদিনের অনুশীলনে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন জাকির হাসান। তবে তার এই চোট কতটুকু গুরুতর তা এখনও জানা যায়নি।

(ঢাকাটাইমস/২১মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাম্য হত্যা: শাহবাগ থানা ঘেরাও, আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
তথ্য উপদেষ্টাকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা