ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দ্রুতগামী লেনে যাত্রী নামানোর দায়ে ৪৫ যানবাহনকে মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ২০:০১
অ- অ+

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে দ্রুতগামী লেনে যাত্রী নামানোর অপরাধে ৪৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ মামলাগুলো দেওয়া হয়।

১৮ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৫৩টি পরিবহনকে মামলা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ.কে.এম শরফুদ্দীন বলেন, গাড়ি চালকরা আঞ্চলিক লেনের পরিবর্তে দ্রুতগতির লেনে যাত্রী নামিয়ে দিচ্ছিলেন। এতে ডিভাইডার পারাপারে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। আজ ৪৫টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মহাসড়কের শিমরাইল মোড়ের সড়ক ও জনপদ অফিসের সামনের অংশে ডিভাইডার দেবার আগ মুহূর্তে মানুষ পারাপারের জন্যে যে স্থানটি খোলা রাখা ছিলেন ডিভাইডার দেবার পরও দূরপাল্লার বাসগুলো সেই স্থানেই যাত্রী নামান। এতে জীবনের ঝুঁকি উপেক্ষা করেই ৪ ফুট উঁচু ডিভাইডার টপকে দ্রুত গতির লেন পরিবর্তন করে আঞ্চলিক লেনে পার হতে হয়।

(ঢাকা টাইমস/২১মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান জিতলে বাংলাদেশ জিতবে: প্রস্তুতি সভায় এস এ সিদ্দিক সাজু
কুমিল্লায় যুবলীগ সভাপতি ওমানী কাশেম গ্রেপ্তার
উত্তরা ইউনিভার্সিটিতে পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড অনুষ্ঠিত
বেনাপোলে ১৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা