দেশে এখন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নেই: শামা ওবায়েদ

​​​​​​​সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৪, ২০:০২
অ- অ+

দেশে এখন গণতন্ত্র জনগণের ভোটাধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী মরহুম কে এম ওবায়দুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যের মন্তব্য করেন তিনি।

নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের ওবায়েদ চত্বরে নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি এই স্মরণসভার আয়োজন করেছে।

শামা ওবায়েদ বলেন, চারদিকে চলছে লুটপাট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা হয়ে পড়েছে তিনি বলেন, জেল জুলুম আর হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না। বিএনপির এখন মূল লক্ষ্য হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করা।

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রোমান, যুবদল নেতা কে এম জাফর তৈয়াবুর রহমান, হেলাল উদ্দীন হেলাল রবিউল ইসলাম বাবু প্রমুখ।

স্মরণসভা শেষে প্রয়াত কে এম ওবায়দুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

(ঢাকাটাইমস/২১মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরকান মহাসড়ক চার লেন করার দাবি বৈষম্যবিরোধী ও জাতীয় নাগরিক কমিটির 
নোয়াখালীতে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা 
মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্র দেখানো ব্যক্তি জাতীয় পার্টি নেতার ভাই, ঘটনার বিষয়ে যা জানা গেল
শুধু তৌহিদী নয়, সব জনতাকেই নিয়ন্ত্রণ করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা