দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৬ উইকেটে ১৩২ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৪, ১২:১৯
অ- অ+

সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা দুর্দান্ত করলেও দ্বিতীয় দিনের প্রথম সেশনটা খুবই খারাপ কাটলো বাংলাদেশের। শ্রীলঙ্কাকে ২৮০ রানে অলআউট করে দিয়েও প্রথম দিনের শেষটা ভালো হয়নি বাংলাদেশের। সিলেট টেস্টে শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৩২ রান তুলতেই টাইগাররা হারিয়ে ফেলে ৩ উইকেট।

তবে নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে দ্বিতীয় দিনের শুরুটা খারাপ করেননি মাহমুদুল হাসান জয়। তবে এর পরেই ঘটে ছন্দপতন। দিনের শুরুতেই দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে তারা।

দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নামেন মাহমুদুল হাসান জয় ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। ১৫ ওভার পর্যন্ত খেলে করেন ৫৩ রান। কিন্তু এরপরেই ঘটে ছন্দপতন।

লাহিরু কুমারার বলে দ্বিতীয় স্লিপে সিলভাকে ক্যাচ দিয়ে সাজঘরের ফেরেন জয়। আউট হওয়ার আগে ১২ রান করেছেন এই ব্যাটার। তার বিদায়ে ভাঙে ২২ রানের জুটি। মাহমুদুল হাসান জয়ের বিদায়ের পর শাহাদাত হোসেন দিপুর সঙ্গে জুটি বাঁধেন তাইজুল ইসলাম। এই জুটিতে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। তবে দলীয় ৮৩ রানে দিপুর বিদায়ে ৩০ রানেই ভেঙে যায় এই জুটি।

২৬ বলে ১৮ রান করা দিপু লাহিরু কুমারার বলে প্রথম স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

৮৩ রানে ৫ উইকেট হারানোর পর জুটি গড়েন তাইজুল ইসলাম ও লিটন দাস। এই জুটিতে ভর করে ২৮ ওভার ৩ বলে দলীয় শতক তুলে নেয় বাংলাদেশ। এই জুটির কল্যাণে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছিল বাংলাদেশ। আর তখনই টাইগার শিবিরে আবারও আঘাত হানেন লাহিরু কুমারা।

লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান লিটন দাস। আউট হওয়ার আগে করেন ৪৩ বলে ২৫ রান। তার বিদায়ে ১২৪ রানেই ৬ উইকেট হারালো বাংলাদেশ।

লিটনের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বাঁধেন তাইজুল। সপ্তম উইকেটে ৮ রান যোগ করার পর লাঞ্চ বিরতিতে গেছেন তারা। যার ফলে মধ্যাহ্নবিরতির আগে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে ১৪৮ রানে পিছিয়ে আছে টাইগাররা। প্রথম দিন নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা তাইজুল ৪১ বলে ৭১ রান করে অপরাজিত আছেন।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে খালেদ আহমেদের ঝোড়ো বোলিংয়ে ৫৭ রানেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। ৫৭ রানেই ৫ উইকেট হারানোর পর জুটি গড়েন কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। এই জুটিতে ভর করে ২২ ওভারে ৯২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা। লাঞ্চ থেকে ফিরে জোড়া অর্ধশতক তুলে নেন এই দুই ব্যাটার। তাদের জুটিতে ভর করে দ্বিতীয় সেশনটা নিজেদের করে নে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে লঙ্কানদের কোনো উইকেটই ফেলতে পারেনি বাংলাদেশ। বিনা উইকেটে ১২৫ রান তুলে নেয় এই সেশনে তারা। যার ফলে দ্বিতীয় সেশন শেষে ৪৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৭ রান তুলে নিয়েছে শ্রীলঙ্কা। চা পানের বিরতি থেকে আরও ভয়ঙ্কর হয়ে এই জুটি। এই দুই ব্যাটারই তুলে নেন সেঞ্চুরি। তারপর লঙ্কান শিবিরে আঘাত হেনে এই দুই সেঞ্চুরিয়ানকে ফেরান অভিষিক্ত নাহিদ রানা। যার ফলে আবারও খেলায় ফেরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬৮ ওভার খেলে সব উইকেট হারিয়ে ২৮০ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

এরপরেই ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে তারাও দ্রুত উইকেট হারাতে থাকে। ১০ ওভারে ৩২ রান তুলতেই টাইগাররা হারিয়ে ফেলে ৩ উইকেট। লঙ্কানদের চেয়ে ২৪৮ রানে পিছিয়ে থেকে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত উইকেট হারিয়ে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।

ঢাকাটাইমস/২৩মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা