এবার সর্বোচ্চ সন্ত্রাসী সতর্কতায় ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৪, ১০:২৮
অ- অ+

রাশিয়ার রাজধানী মস্কোতে হামলার ঘটনার পর সর্বোচ্চ স্তরে সন্ত্রাসী সতর্কতা জারি করছে ফ্রান্স সরকার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সিনিয়র নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল। খবর রয়টার্সের।

রবিবার সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে আটাল বলেছেন, ‘ইসলামিক স্টেটের (মস্কো) হামলার দায় স্বীকার করা এবং আমাদের দেশের ওপর এই ধরনের হুমকির আলোকে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ফ্রান্সের সন্ত্রাস সতর্কতা ব্যবস্থার তিনটি স্তর রয়েছে এবং সর্বোচ্চ স্তরটি ফ্রান্সে বা বিদেশে আক্রমণের প্রেক্ষিতে বা যখন একটি হুমকি আসন্ন বলে মনে করা হয় তখন সক্রিয় করা হয়।

সর্বোচ্চ স্তরটি ট্রেন স্টেশন, বিমানবন্দর এবং ধর্মীয় স্থানের মতো জনসমাগমের স্থানগুলোতে সশস্ত্র বাহিনীর টহলের পাশপাশি ব্যতিক্রমী নিরাপত্তা ব্যবস্থার অনুমতি দেয়।

প্রসঙ্গত, গত শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩৩ জন নিহত হয়েছেন। এই হামলার কয়েকঘন্টা পরেই দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক কুখ্যাত জঙ্গিগোষ্ঠী আইএসের আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ বা আইএস-কে। মূলত ভয়াবহ সেই হামলার পর নড়েচড়ে বসেছে ফ্রান্স সরকার।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা