জনতা ব্যাংকের ভল্ট থেকে ৫ কোটি টাকা হাওয়া, ৩ কর্মকর্তা গ্রেপ্তার

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
| আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৭:৪৪ | প্রকাশিত : ২৫ মার্চ ২০২৪, ১৭:২৬
গ্রেপ্তারকৃত জনতা ব্যাংকের তিন কর্মকর্তা। (ছবি: সংগৃহীত)

সিরাজগঞ্জের বেলকুচিতে জনতা ব্যাংকের তামাই শাখার ভল্ট থেকে ৫ কোটি ২২ লাখ টাকার হদিস পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় থানায় মামলা করার পর ওই শাখার ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (২৪ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্যাংকের তামাই শাখার ব্যবস্থাপক আল আমিন শেখ (৪২), সহকারী শাখা ব্যবস্থাপক রেজাউল করিম (৩৪) ও ব্যাংক কর্মকর্তা রাশেদুল হাসান (৩৪)।

অভিযোগ সূত্রে জানা যায়, লেনদেনে সন্দেহ হলে রবিবার (২৪ মার্চ) জনতা ব্যাংক সিরাজগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম বিষয়টি তদন্ত করেন। তদন্তে ক্যাশ ভল্টে পাঁচ কোটি বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকার গরমিল পাওয়া যায়। গরমিলের বিষয়ে শাখা ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও অফিসার কোনো সঠিক উত্তর দিতে না পারায় তাদের বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ রাতেই ওই তিন কর্মকর্তাকে ব্যাংক থেকে গ্রেপ্তার করে। তবে বিষয়টি আর্থিক লেনদেন সংক্রান্ত হওয়ায় অভিযোগটি দুদকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, মামলা দায়েরের পর ব্যাংকের তিন কর্মকর্তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

শ্রীপুরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত 

বাসায় ঢুকে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে যা করলেন ডিবি কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :